স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে উত্তপ্ত কল্যাণী, ইলেকট্রিক অফিস ঘেরাও সাধারণ মানুষের

স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে উত্তপ্ত কল্যাণী, ইলেকট্রিক অফিস ঘেরাও সাধারণ মানুষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – কল্যাণী ইলেকট্রিক অফিসের সামনে স্মার্ট মিটার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল এলাকা। স্মার্ট মিটার বসানো নিয়ে অসন্তোষ চরমে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, অবিলম্বে স্মার্ট মিটার খুলে তাদের পুরনো মিটার ফেরত দিতে হবে।

বিক্ষোভকারীদের বক্তব্য, স্মার্ট মিটার লাগানোর পর থেকে বিদ্যুৎ বিল আশঙ্কাজনক হারে বেড়েছে। সাধারণ মানুষের পক্ষে এই অতিরিক্ত বিল মেটানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

আজ সকালে ইলেকট্রিক অফিস ঘেরাও করে বিক্ষোভে শামিল হন বহু মানুষ। ‘স্মার্ট মিটার চাই না’— এই দাবিতে সরব হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীদের একটাই দাবি, “আমাদের পুরনো মিটার ফিরিয়ে দিন, স্মার্ট মিটার এখনই খুলতে হবে।”

বিক্ষোভে মহিলাদেরও সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অফিস চত্বরে উত্তেজনা ছড়ালেও এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top