বিনোদন – সাত মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী অহনা দত্ত, যিনি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে মিশকা চরিত্রে পরিচিত, এবার সাধ খেলেন ননদের বাড়িতে। সব ঠিকঠাক চললে আগস্টেই প্রথম সন্তানের জন্ম দেবেন অহনা। আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন তিনি।
অহনার ইচ্ছা ছিল, কেউ যেন তাঁকে সাধ খাওয়ায়। সেই ইচ্ছে পূরণ করলেন তাঁর ননদ। সোশ্যাল মিডিয়ায় সাধের ছবি শেয়ার করেছেন অহনা নিজেই। এদিন তিনি পরেছিলেন বেগুনি-নীল জামদানি শাড়ি, সঙ্গে সোনার গয়না, শাঁখা-পলা, মেহেন্দি, এবং কপালে লাল টিপ—সব মিলিয়ে মাতৃত্বের আভায় উদ্ভাসিত ছিলেন তিনি।
সাধের অনুষ্ঠানে ছিল বাঙালি খাবারের ভরপুর আয়োজন—ভাত, ভাজা-ভুজি, মাছ, মাংস, ডাল, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি ও দই। খাওয়ার আগে বউদির সঙ্গে একটি ছোট্ট খেলা খেলেন অহনার ননদ। পরে কবজি ডুবিয়ে সাধ খান অভিনেত্রী।
জানা যাচ্ছে, মা চাঁদনি গঙ্গোপাধ্যায় মেয়ের এই সময়ে কোনও খোঁজ না নেওয়ায় এবং দীপঙ্করের সঙ্গে সম্পর্ক ঘিরে মা-মেয়ের দূরত্ব তৈরি হয়েছে। তবুও এসব ভুলে স্বামী, শ্বশুরবাড়ি ও প্রিয়জনদের ভালোবাসায় মেতে রয়েছেন অহনা।
সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী। মাঝে মাঝেই তিনি ভাগ করে নেন গর্ভস্থ সন্তানের নড়াচড়ার অভিজ্ঞতা। কখনও স্বামীর রান্না করা বিরিয়ানি, কখনও আবার প্রিয় বন্ধু স্বস্তিকার পাঠানো খাবার, সব মিলিয়ে আনন্দেই কাটছে অহনার মাতৃত্বকাল।
