উত্তর দিনাজপুর – উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের লক্ষ্মীপুর রেলগেট এলাকায় মঙ্গলবার সকালে দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনে আচমকা ধোঁয়া দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে রেলযাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাধিকাপুর স্টেশন থেকে সকাল ১১টা নাগাদ ছেড়ে আসে ১৪০১১ নম্বর রাধিকাপুর-আনন্দবিহার সাপ্তাহিক এক্সপ্রেস। লক্ষ্মীপুর রেলগেট অতিক্রম করার সময় স্থানীয়রা দেখতে পান ট্রেনের ইঞ্জিনের ঠিক পাশের একটি বগির চাকার কাছ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। হইচই পড়তেই ট্রেনচালক সতর্ক হন এবং রেলগেটের উপরই ট্রেন থামিয়ে দেন।
রেল সূত্রে জানা গেছে, ইঞ্জিনের পাশে থাকা পাওয়ার ভ্যানের চাকার সঙ্গে ব্রেকশ্যুর ঘর্ষণের কারণে ব্রেক বাইন্ডিং তৈরি হয়, যার ফলে প্রচণ্ড ঘর্ষণে চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। প্রচণ্ড গরমের প্রভাবেও পরিস্থিতি আরও গুরুতর হয়।
তবে রেলচালকের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তিনি ট্রেন থামিয়ে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি ধীরগতিতে কালিয়াগঞ্জ স্টেশনে পৌঁছায়।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি করা হচ্ছে, এবং ট্রেনের প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখা হবে।
