পুর্ব মেদিনীপুর – দিঘায় আজ মহাসমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই পবিত্র দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভগবানের উদ্দেশে পাঠালেন এক অনন্য উপহার—নিজের বাড়ির বাগানে ফলানো কাঁঠাল, আম এবং নিজহস্তে নির্বাচিত মিষ্টান্ন। উপহার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে এবং তা বুধবার ৫৬ ভোগের অন্তর্ভুক্ত করে দেবতার চরণে অর্পণ করা হবে বলে জানিয়েছে মন্দির কমিটি।
মন্দির চত্বরে তৈরি হয়েছে বিশেষ স্নানমঞ্চ, যেখানে ১০৮টি তীর্থস্থানের জল দিয়ে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি যেন দেবতার স্নানকে স্বর্গীয় রূপ দিচ্ছে—অনেকেই একে ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন।
মন্দির কমিটির সদস্য রাধারমন দাস জানান, “মুখ্যমন্ত্রীর পাঠানো আম, কাঁঠাল ও মিষ্টি আমরা আজকের ৫৬ ভোগের সঙ্গে নিবেদন করব।”
শাস্ত্র অনুযায়ী, স্নানযাত্রার পর ১৫ দিন ভগবান থাকবেন ‘অনশক্তি’-তে, অর্থাৎ এই সময়ে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মন্দির। ২৬ জুন রথযাত্রার আগের দিন দেবতা রথে আরোহন করবেন ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে।
