ভাইরাল – দীর্ঘ ১২ বছরের কর্পোরেট কেরিয়ার, তাও আবার শেষ তিন বছর নিউ ইয়র্কের একটি নামী প্রযুক্তি সংস্থায়। তবু সব ছেড়ে এখন পঞ্জাবের মোহালিতে রাস্তার পাশে ছোট্ট একটি খাবারের দোকান চালাচ্ছেন এক তরুণ। যেখানে প্রতিদিন ডাল-ভাত, রুটি, ডিম, রাজমা-সহ ঘরোয়া খাবার পরিবেশন করে রীতিমতো বিপুল আয় করছেন তিনি। তাঁর এই জীবন বদলের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইনস্টাগ্রামে ‘রিয়্যালফুডলার’ নামক একটি পেজে প্রকাশিত ভিডিওয় উঠে এসেছে ওই তরুণের জীবনের মোড় ঘোরানো কাহিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করা এই ব্যক্তি সম্প্রতি তাঁর বাবার মৃত্যুর খবর পেয়ে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছিলেন। শেষকৃত্য শেষ হলেও আর ফিরে যাননি বিলেতে। বরং জীবন নিয়ে নিলেন এক নতুন সিদ্ধান্ত।
চাকরি ছেড়ে তরুণ স্থায়ীভাবে থেকে যান পঞ্জাবে। স্ত্রী দীর্ঘ ২০ বছর ধরে রান্নার কাজে পারদর্শী হওয়ায়, তাঁর হাত ধরেই শুরু করেন এই নতুন পথচলা। প্রতিদিন বাড়িতে রান্না করে খাবার তৈরি করেন স্ত্রী, আর সেই খাবারই রাস্তার ধারে নিজ হাতে পরিবেশন করেন ওই তরুণ। নিজেও রান্নার কাজে সাহায্য করেন।
ভিডিয়োয় ওই প্রযুক্তিবিদ বলেন, “নিজের ইচ্ছেতেই আমি চাকরি ছেড়েছি। খাবারের ব্যবসাটা মন থেকে করছি, এর মধ্যেই তৃপ্তি খুঁজে পাই।” মুখে স্মিত হাসি, চোখে তৃপ্তির ছায়া— এই ভিন্ন জীবনের পথ বেছে নেওয়া তরুণ যেন প্রমাণ করলেন, চাকরি নয়, ভালোবাসা থেকেই আসে প্রকৃত সফলতা।
