ভক্ত চাইলো হাতের লেখা, থতমত ঋতাভরী! বললেন— ‘মরে গেলেও দেখাব না’

ভক্ত চাইলো হাতের লেখা, থতমত ঋতাভরী! বললেন— ‘মরে গেলেও দেখাব না’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বাঙালির হৃদয়ে ‘বং ক্রাশ’ হিসেবে সুপরিচিত ঋতাভরী চক্রবর্তী। ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করে বর্তমানে রূপোলি পর্দায় নিজের দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি বরাবরই সক্রিয়, যেখানে ভাগ করে নেন নিজের ব্যক্তিগত নানা মুহূর্ত।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেখানেই এক অনুরাগী অনুরোধ করেন, “তোমার হাতের লেখা দেখাও।” এমন অনুরোধ শুনে কিছুটা থতমত খেয়ে যান অভিনেত্রী। মজার ছলে জবাব দিয়ে বলেন, “কারও যদি মৃত্যুর আগে শেষ ইচ্ছে হয় আমার হাতের লেখা দেখার, তাহলেও আমি দেখাব না। এতটাই খারাপ হাতের লেখা আমার!”

তিনি আরও বলেন, “যদি কেউ আমায় গান পয়েন্টে রেখেও আমার হাতের লেখা দেখতে চায়, তাহলে আমি বলব আমায় মেরে ফেলো, কিন্তু হাতের লেখা দেখতে চেও না।” নিজের লেখা সম্পর্কে এমন আত্মবিশ্বাসী কটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতেই হাসির রোল ফেলেন ঋতাভরী।

পড়াশোনা এবং অভিনয় সমানভাবে চালিয়ে যাওয়া এই অভিনেত্রী হরিয়ানা বিদ্যামন্দির স্কুলে পড়ার সময়ই জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ওগো বধূ সুন্দরী-তে ‘ললিতা’র চরিত্রে নজর কেড়েছিলেন। স্কুলে মেধাতালিকার শীর্ষে থাকা ঋতাভরী উচ্চ মাধ্যমিকের পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে অনলাইন কোর্সও সম্পন্ন করেন।

পরী, শেষ থেকে শুরু, ফাটাফাটি, ব্রহ্মা জানেন গোপন কম্মটি— একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন ঋতাভরী। বিশেষত মহিলা পুরোহিতের চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বাৎসরিক-এ শতাব্দী রায়ের সঙ্গে তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত।

চলতি বছরের শেষেই প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ঋতাভরী। অভিনয় হোক কিংবা ব্যক্তিগত জীবন— চর্চার কেন্দ্রবিন্দুতে থাকতেই যেন অভ্যস্ত অভিনেত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top