আধার আপডেটের জন্য আরও এক বছর সময়সীমা বাড়াল UIDAI, ১৪ জুন ২০২৬ পর্যন্ত বিনামূল্যে সুযোগ

আধার আপডেটের জন্য আরও এক বছর সময়সীমা বাড়াল UIDAI, ১৪ জুন ২০২৬ পর্যন্ত বিনামূল্যে সুযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



অফবিট – সরকারি এবং বেসরকারি বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আধার কার্ডে সঠিক তথ্য থাকা আবশ্যক। যদি ঠিকানা, নাম, পদবি বা জন্মতারিখে কোনো ভুল থাকে, তবে তা সংশোধন না করলে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ১৪ জুন ২০২৫ ছিল বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ, কিন্তু UIDAI জানিয়েছে, এখন এই সময়সীমা বাড়িয়ে ১৪ জুন ২০২৬ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ, আরও এক বছর পর্যন্ত অনলাইনে আধার কার্ড আপডেট বিনামূল্যে করা যাবে।

UIDAI-এর myAadhaar পোর্টালের মাধ্যমে এই আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। পোর্টালে লগইন করতে হলে আধার লিঙ্ক করা ফোন নম্বর দিয়ে OTP গ্রহণ করতে হবে। এরপর “Update Aadhaar Online” অপশনে গিয়ে ঠিকানা, নাম বা অন্যান্য তথ্য সংশোধনের সুযোগ পাওয়া যাবে। সংশ্লিষ্ট পরিবর্তনের জন্য উপযুক্ত প্রমাণপত্র যেমন বিদ্যুৎ বিল, রেশন কার্ড, বা বিয়ের সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে “Proceed to Update Aadhaar”-এ ক্লিক করলেই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরিষেবা অনুরোধ নম্বর (SRN) দিয়ে আপডেটের অগ্রগতি ট্র্যাক করা যাবে।

যাঁদের পক্ষে অনলাইনে আধার আপডেট করা সম্ভব নয়, তাঁরা নিকটবর্তী আধার কেন্দ্রেও অফলাইনে এই কাজটি করাতে পারেন। অফলাইনে আপডেট করার ক্ষেত্রে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ফি লাগতে পারে। UIDAI-এর এই উদ্যোগ কোটি কোটি আধারধারীর জন্য বড় স্বস্তির বিষয়, কারণ নাম বা ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য ঠিক রাখতে এখন আরও বেশি সময় ও সুযোগ পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, এই বিনামূল্যের সুযোগ শুধুমাত্র myAadhaar পোর্টালের মাধ্যমে অনলাইন আপডেটের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এখনই আধার কার্ড পরীক্ষা করে যদি কোনো তথ্য ভুল বা পুরনো থাকে, তাহলে সময় থাকতে সংশোধন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top