দিল্লি: ডেলিভারি বয়ের ছদ্মবেশে কাজ করে Amazon ও Flipkart-কে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ফেলেছিল এক প্রতারক। দিল্লি পুলিশের তৎপরতায় ধরা পড়ল ওই অভিযুক্ত, নাম কিষাণ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেরত পণ্যের বদলে পুরনো বা নষ্ট পণ্য জমা দিত ওই ব্যক্তি। এর ফলে সংস্থাগুলিকে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়।
বিন্দাপুর থানায় অভিযোগ দায়েরের পর একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে দিল্লি পুলিশ। প্রযুক্তিগত নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কিষাণকে গ্রেপ্তার করা হয় উত্তম নগর এলাকা থেকে।
গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে ৩৮টি জাল ফেরত প্যাকেজ উদ্ধার করা হয়েছে। পুলিশ মনে করছে, এই প্রতারণার পেছনে বড় কোনও চক্র থাকতে পারে। তদন্ত এখনও চলছে।
