ডিসেম্বরেই ফের কলকাতায় লিওনেল মেসি, ইডেনে ওয়ার্কশপে যোগ দেবেন, অংশ নিতে পারেন ‘গোট কাপ’-এ

ডিসেম্বরেই ফের কলকাতায় লিওনেল মেসি, ইডেনে ওয়ার্কশপে যোগ দেবেন, অংশ নিতে পারেন ‘গোট কাপ’-এ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – বিশ্ব ফুটবলের অন্যতম তারকা লিওনেল মেসি ডিসেম্বর মাসে ফের ভারতে আসছেন, এবং এবার তাঁর সফরের অংশ হিসাবে তিনি পা রাখতে চলেছেন ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায়। এর আগে জানা গিয়েছিল তিনি কেরালায় আসবেন, তবে এবার খবর মিলেছে যে ১৩ থেকে ১৫ ডিসেম্বর তিনি কলকাতায় থাকবেন। কলকাতায় ইডেন গার্ডেন্সে ছোটদের সঙ্গে একটি ফুটবল ওয়ার্কশপে অংশ নেবেন এই মহাতারকা, যেখানে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন উঠতি খেলোয়াড়দের সঙ্গে। পাশাপাশি ‘গোট কাপ’ নামক একটি সেভেন সাইড প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে মেসির।

এই সফর শুধু কলকাতায় সীমাবদ্ধ নয়। মেসি ডিসেম্বর মাসে মুম্বই ও দিল্লিতেও যাবেন। কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ এবং কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে এক ঘরোয়া বৈঠকও। দেশের ক্রীড়াঙ্গনে এটি এক বিশেষ মুহূর্ত হতে চলেছে, যেখানে দুই ভুবনের তারকার সাক্ষাৎ হবে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন মেসি, যেখানে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে খেলা হয়েছিল। সেই সফরের স্মৃতি এখনও উজ্জ্বল বহু বাঙালির মনে। এক দশকেরও বেশি সময় পর ফের শহরে আসছেন মেসি—এ খবর ছড়াতেই ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইডেনে তাঁর উপস্থিতি, ছোটদের সঙ্গে ওয়ার্কশপ এবং একটি টুর্নামেন্টে সম্ভাব্য অংশগ্রহণ—এই সব মিলিয়ে মেসির সফর হতে চলেছে এক অবিস্মরণীয় ঘটনা। ক্রীড়ামোদী শহর কলকাতা আবারও সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়ের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top