বাঁকুড়া – নিম্নচাপের প্রভাবে টানা দুদিনের ভারী বৃষ্টিতে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালি সেতু গতকাল থেকে জলের নিচে চলে গেছে। সেতুর উপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করার ফলে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়।
ফলশ্রুতিতে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বাঁকুড়া সদর শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ১৪ থেকে ১৫টি গ্রাম এই পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, যাদের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার জন্য সম্পূর্ণরূপে বাঁকুড়া সদর শহরের উপর নির্ভরশীল।
সেতুর নিচে ডুবে যাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত স্থায়ী ও শক্তিশালী সেতু নির্মাণের দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়।
