ঝাড়গ্রাম – ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে, যার কারণে জামবনি ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলমান নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ডুলুং নদীর পানির স্তর দ্রুত বাড়ছে।
জলের স্রোত এতটাই প্রবল যে, নদীর উপর থাকা কজওয়ে পানিতে ডুবে গিয়েছে। এর ফলে চিল্কিগড়, গিধনীসহ প্রায় ২০টি গ্রামের বাসিন্দারা ঝাড়গ্রামের সঙ্গে যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বৃষ্টির সময় এই অবস্থা প্রতিবারই পুনরাবৃত্তি হওয়ায় এলাকার মানুষ দৈনন্দিন জীবনযাত্রায় বিরূপ প্রভাবের মুখে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হলেও এখনও ডুলুং নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হয়নি। দীর্ঘদিন ধরে এই সেতুর জন্য তাঁদের আবেদন থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মানুষ বিপদে পড়ে যাচ্ছে।
আশার আলোর অপেক্ষায় জামবনি ব্লকের চিল্কিগড় ও আশেপাশের এলাকাগুলো এখনও সেতু নির্মাণের দাবিতে মুখরিত।
