মাঝ-আকাশে চাদর পেতে তাসের আসর! বিমানে তাস খেলায় তাজ্জব জেলা শহরের নেটপাড়া, উঠল রুচির প্রশ্ন

মাঝ-আকাশে চাদর পেতে তাসের আসর! বিমানে তাস খেলায় তাজ্জব জেলা শহরের নেটপাড়া, উঠল রুচির প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




ভাইরাল – এক উড়ন্ত বিমানের মধ্যে চাদর পেতে বসে চার যুবক তাস খেলছে—এই অদ্ভুত ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি যেখানে এবং কখন ধারণ করা হয়েছে, তা স্পষ্ট না হলেও, ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া জন্মেছে।

ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে চার যাত্রী নিজেদের আসন ও মাঝখানে একটি চাদর পেয়ে তাস খেলে ব্যস্ত। চাদরের চার কোণ আসনে আটকে রাখা হয়েছে, যেন কেউ সরাতে না পারে। হাসি-ঠাট্টার মধ্যেই চলছে তাসের খেলা, এমনকি পাশের অন্য যাত্রীরাও খেলা দেখছেন।

ভিডিওটি ‘মহাবীর গান্ধী’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই বহু মানুষ এটি দেখেছেন। যদিও অনেকেই মজার প্রতিক্রিয়া দিয়েছেন, তবে সমালোচনার ঝড়ও বইছে নেটপাড়ায়। কেউ বলেছেন, “বিমানে এভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ অগ্রহণযোগ্য। জরুরি প্রয়োজন হলে অন্য যাত্রীদের অসুবিধা হবে।”
অন্য কেউ লিখেছেন, “টাকা থাকলেই রুচি থাকবে এমনটা নয়, বিমান যাত্রীদের জন্য কঠোর বিধিনিষেধ থাকা উচিত।”

এই ঘটনায় জেলা শহরের নেটিজেনরা বিমান যাত্রায় শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের ওপর জোর দেওয়ার আবেদন জানাচ্ছেন। বিশেষত জনসাধারণের সামনে এমন অশোভন আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে চলছে তীব্র আলোচনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top