হিঙ্গলগঞ্জ – স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ স্কুল শিক্ষিকা। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কিষাণ মান্ডি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৬৩ বছরের দিপালী মণ্ডলের।
দিপালীদেবী হাসনাবাদ ১১ নম্বর স্যান্ডেলার বিল এসএসকে স্কুলের শিক্ষিকা ছিলেন। এদিন সকালে তিনি প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় কিষাণ মান্ডির সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় হাসনাবাদের দিক থেকে আসা একটি দ্রুতগতির বাইক তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, এবং তাতে তিনজন যুবক ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।
এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় বাইকের দৌরাত্ম্য বাড়ছে এবং প্রশাসনের নজরদারির অভাব রয়েছে।
