গাজিয়াবাদ স্টেশনে চোর ধরা পড়তেই চাঞ্চল্য, জিআরপি উদ্ধার করল লক্ষাধিক টাকার সোনা-গয়না ও নগদ টাকা

গাজিয়াবাদ স্টেশনে চোর ধরা পড়তেই চাঞ্চল্য, জিআরপি উদ্ধার করল লক্ষাধিক টাকার সোনা-গয়না ও নগদ টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তরপ্রদেশ – গাজিয়াবাদ রেলস্টেশনে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা রেল যাত্রী ও রেলকর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে। তৎপর জিআরপি (জেনারেল রেলওয়ে পুলিশ) সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার ব্যাগ তল্লাশি চালায়।

তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২.৫৩ লক্ষ টাকা মূল্যের সোনা, গয়না ও নগদ টাকা। ধৃতের নাম হামিদ (৩৮), যিনি গাজিয়াবাদের পরিচিত এক চোর বলে জানিয়েছে পুলিশ।

জিআরপি সূত্রে খবর, হামিদের মূল টার্গেট ছিলেন মহিলা যাত্রীরা। ট্রেন ছাড়ার সময় বা ট্রেন ঢোকার আগেই যাত্রীদের ব্যাগ থেকে চুরি করত সে এবং সঙ্গে সঙ্গে স্টেশন ছেড়ে পালাত। পুলিশের দাবি, জুয়ার প্রতি আসক্তিই হামিদকে এই চুরির জগতে ঠেলে দেয়।

ধৃতের বিরুদ্ধে চুরি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, এবং তদন্ত শুরু হয়েছে। জিআরপি জানিয়েছে, ভবিষ্যতেও যাত্রীদের সুরক্ষায় তারা এ ধরনের অভিযান জারি রাখবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top