রাজ্য – রেলযাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে রেল বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ট্রেনের প্রতিটি শ্রেণিতে আসনের মোট সংখ্যার সর্বোচ্চ ২৫% পর্যন্ত ওয়েটিং টিকিট ইস্যু করা যাবে। এই সিদ্ধান্ত স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি শ্রেণিতে প্রযোজ্য। নারী ও দিব্যাংগ যাত্রীদের কোটায় এই নিয়ম প্রযোজ্য নয়। আগে বিভিন্ন জোনে ৩০% থেকে ৪০% পর্যন্ত ওয়েটিং টিকিট ইস্যু হতো, ফলে অনেক যাত্রী শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় ভুগতেন। নতুন নিয়মে শুধু নিশ্চিত টিকিটধারীরাই এসি ও স্লিপারে ভ্রমণ করতে পারবেন, অন্যথায় জরিমানার মুখে পড়তে হবে। রেলওয়ে ভবিষ্যতে চার্ট প্রকাশের সময় ৪ ঘণ্টা থেকে বাড়িয়ে ২৪ ঘণ্টা করার পরিকল্পনাও নিচ্ছে।
