শিলিগুড়ি – শিলিগুড়ি মহকুমার ঘোষপাড়া সংলগ্ন রাঙাপানি এলাকায় সোমবার ভোররাতে ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রায় ভোর চারটে নাগাদ একটি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন দুই ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর গাড়ির এক যাত্রী গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টায় তাকে উদ্ধার করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ ও দমকলের যৌথ তৎপরতায় দুই আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
