মুর্শিদাবাদ – বহরমপুরে অনুষ্ঠিত ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন থেকে নির্বাচিত হলো নতুন নেতৃত্ব। সম্মেলনের শেষ দিনে সোমবার গঠিত হয়েছে ৯৭ সদস্যের নতুন রাজ্য কমিটি। রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ধ্রুবজ্যোতি সাহা এবং সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন অয়ণাংশু সরকার।
এছাড়াও, সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক নির্বাচিত হয়েছেন সরোজ দাস এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রুদ্রপ্রসাদ মুখার্জি।
নবগঠিত রাজ্য কমিটি ২৫ জনের একটি রাজ্য সম্পাদকমণ্ডলীও নির্বাচন করেছে, যারা আগামী দিনে সংগঠনের কর্মসূচি ও সাংগঠনিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
কমিটি নির্বাচনের আগে সম্মেলনের মঞ্চে বিদায়ী রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি জবাবী ভাষণে বিগত দিনের অভিজ্ঞতা, সংগ্রাম এবং ভবিষ্যতের পথনির্দেশ তুলে ধরেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, যিনি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সম্মেলন আগামী দিনে রাজ্যের যুব আন্দোলনের গতিপথ নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মত বিশ্লেষকদের।
