ওফবিট – গুগল ম্যাপ আজকের দিনে আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশে পরিণত হয়েছে। যেকোনো অজানা শহর বা জটিল রাস্তাকে সহজ করে তোলার পাশাপাশি এবার ইন্টারনেট সংযোগ না থাকলেও ব্যবহার করা যাবে এই জনপ্রিয় ম্যাপ সার্ভিসটি। বিশেষ করে দুর্গম, নেটওয়ার্ক বিহীন বা প্রত্যন্ত অঞ্চলে যারা ভ্রমণ করেন, তাদের জন্য এই ফিচারটি এক বিরাট সাহায্য হবে।
অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের জন্য নির্দিষ্ট এলাকার ম্যাপ ফোনে আগে থেকেই ডাউনলোড করে রাখতে হয়। একবার ডাউনলোড হয়ে গেলে ইন্টারনেট ছাড়াই সেই এলাকার ঠিকানা খুঁজে বের করা এবং নেভিগেশন চালানো সম্ভব হবে। এছাড়াও ডাউনলোড করা ম্যাপে লোকেশন সার্চ করাও এখন আর অসাধ্য নয়। যারা ডেটা খরচ কমাতে চান বা প্রত্যন্ত এলাকায় যান, তাদের জন্য এটি একটি যুগান্তকারী সুযোগ বলে বিবেচিত হচ্ছে।




















