দিল্লি – দিল্লিতে ১ জুলাই ২০২৫ থেকে পুরনো ডিজেল ও পেট্রোল গাড়ির উপর কার্যকর হচ্ছে কঠোর নিয়মাবলি। এখন থেকে ১০ বছরের বেশি পুরনো ডিজেল এবং ১৫ বছরের বেশি পুরনো পেট্রোল গাড়িগুলিকে আর পেট্রোল পাম্পে জ্বালানি দেওয়া হবে না। অর্থাৎ, এই গাড়িগুলি দিল্লির রাস্তায় চলবে না, এমনকি তেলও ভরানো যাবে না।
দিল্লি সরকার ১৭ জুন এই নিয়ম কার্যকর করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) জারি করেছে। ক্রমবর্ধমান বায়ু দূষণ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে পুরনো গাড়ি নিয়ে রাস্তায় বের হন, তাহলে ডিজেল গাড়ির ক্ষেত্রে জরিমানা ১০,০০০ টাকা এবং টু-হুইলারের ক্ষেত্রে ৫,০০০ টাকা ধার্য করা হয়েছে। একই গাড়ি ফের ধরা পড়লে, তা সরাসরি স্ক্র্যাপ ইয়ার্ডে পাঠানো হবে।
এই নিষেধাজ্ঞার ফলে দিল্লিতে পুরনো গাড়ি বিক্রি বেড়েছে। অল ইন্ডিয়া কার ডিলার্স অ্যাসোসিয়েশনের দিল্লি শাখার সভাপতি লোকেশ মানজাল জানিয়েছেন, বহু মানুষ গাড়ি বিক্রি করছেন কারণ এগুলোর মেয়াদ শেষের পথে।
যদিও অনেক বাসিন্দা এই নিয়মের বিরোধিতা করছেন। তাঁদের মতে, গাড়িগুলোর ফিটনেস থাকলেও তাদের সস্তায় বিক্রি করতে হচ্ছে। বরুণ বিজ নামে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি ৮৪ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছিলেন, সেটি এখন মাত্র আড়াই লক্ষ টাকায় বিক্রি করতে হয়েছে। অন্যদিকে, সুমিত নামে এক ব্যক্তি বলেছেন, তাঁর ১২ লক্ষ টাকার গাড়ি তিনি বিক্রি করতে বাধ্য হয়েছেন মাত্র ৫০ হাজার টাকায়।
