বিদেশ – ইসরায়েল-ইরান সংঘাতের সময় তুর্কিয়ে ইরানকে কৌশলগতভাবে একা রেখে যে ভূমিকা নিয়েছিল, তা আমেরিকার নজর কেড়েছে। এর জেরেই এবার তুর্কিয়ার সঙ্গে দূরত্ব কমাতে চাইছে যুক্তরাষ্ট্র। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ F-35 যুদ্ধবিমান নিয়ে একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে। পাশাপাশি CAATSA নিষেধাজ্ঞার ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হতে পারে।
উল্লেখ্য, তুর্কিয়ে আগেই F-35 প্রকল্পের জন্য ১.৪ বিলিয়ন ডলার দিয়েছিল, কিন্তু রাশিয়ার S-400 কেনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান সরবরাহ বন্ধ করে দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। এবার দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ও যৌথ অংশীদারিত্বের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হয়েছে।
