নদিয়া – সুতির উমরাপুর অঞ্চলে জনজীবন আজ কার্যত বিপর্যস্ত। প্রায় দেড় বছর আগে পিএইচপি (PHP) দপ্তরের উদ্যোগে পাইপলাইন বসানোর জন্য কাটা হয়েছিল এলাকার পিচ ও ঢালাই রাস্তা। সেই সময় সংশ্লিষ্ট দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, তিন মাসের মধ্যেই রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি।
বর্তমানে রাস্তাটির অবস্থা শোচনীয়। বর্ষা নামতেই জলে থইথই করছে গোটা পথ। কোথাও জমেছে কাদা, কোথাও আবার তৈরি হয়েছে ছোটখাটো গর্ত। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। স্কুলপড়ুয়া থেকে শুরু করে রোগী, ব্যবসায়ী — সকলেই এই দুর্ভোগের শিকার।
এলাকার এক বাসিন্দা জানান,
“পাইপলাইন বসানোর সময় আমাদের স্পষ্ট জানানো হয়েছিল, তিন মাসের মধ্যে রাস্তা নতুন করে তৈরি করা হবে। কিন্তু এখন দেড় বছর পেরিয়ে গেল, রাস্তার কোনো হালফেরত নেই। শিশুরা স্কুলে যেতে পারে না ঠিকমতো, অ্যাম্বুল্যান্সও ঢুকতে চায় না এলাকায়।”
স্থানীয়রা এই অব্যবস্থার জন্য দায়ী করছেন প্রকল্পটির কন্ট্রাকটরকে। অভিযোগ,
“যিনি এই কাজের দায়িত্বে ছিলেন, তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত কাজ শেষ করার। এখন তাঁর আর কোনো খোঁজ নেই। প্রশাসনের তরফ থেকেও কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।”
এখন প্রশ্ন উঠছে, কবে নাগাদ এলাকাবাসী এই সমস্যার থেকে মুক্তি পাবেন। সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি ও নজরদারির অভাব যে এই পরিস্থিতির অন্যতম কারণ, তা মেনে নিচ্ছেন এলাকার অনেকেই। দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই ক্ষোভ বৃহত্তর প্রতিবাদে রূপ নিতে পারে বলেই আশঙ্কা।
