বিদেশ – বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ও সস্তা ইন্টারনেট ডেটার সহজলভ্যতা বাচ্চাদের মধ্যে মোবাইল ও ইন্টারনেটের প্রতি এক ধরনের আসক্তি তৈরি করেছে। এই পরিস্থিতিতে অনেক শিশুই অপ্রাপ্তবয়স্ক বয়সে পর্নোগ্রাফি দেখার অভ্যাসে জড়িয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যা অভিভাবকদের জন্য স্বস্তির কারণ হতে পারে।
সুপ্রিম কোর্ট ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় টেক্সাস অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণ আইন বহাল রেখেছে, যার আওতায় পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। বিচারপতি ক্ল্যারেন্স থমাসের নেতৃত্বে আদালত এই রায় দেয়। তাঁর মতে, শিশুদের অশ্লীল কনটেন্ট থেকে সুরক্ষিত রাখতে বয়স যাচাই বাধ্যতামূলক করা প্রয়োজন।
এই আইন অনুযায়ী, যেসব ওয়েবসাইটে শিশুদের জন্য অনুপযুক্ত কনটেন্ট থাকে, সেগুলোর প্রবেশাধিকার কেবল ১৮ বছরের ঊর্ধ্বে ব্যবহারকারীদের জন্য খোলা থাকবে। তবে এই রায়ে তিনজন বিচারপতি—এলেনা কাগন, সোনিয়া সোটোমায়র এবং কেতানজি ব্রাউন জ্যাকসন—বিরোধিতা করেছেন।
বিচারপতি কাগন বলেছেন, “এই ধরনের বাধ্যতামূলক আইডি যাচাই ব্যবহারকারীর গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ করতে পারে এবং বাক স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।”
