নাসার কনটেন্ট এবার নেটফ্লিক্সে, ঘরে বসেই দেখুন মহাকাশের বিস্ময়

নাসার কনটেন্ট এবার নেটফ্লিক্সে, ঘরে বসেই দেখুন মহাকাশের বিস্ময়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – মহাকাশ গবেষণার অভূতপূর্ব অভিজ্ঞতা এবার সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নাসা। চলতি গ্রীষ্মের শেষ নাগাদ থেকে নাসার নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নাসা প্লাস’ (NASA+) এর অনুষ্ঠানগুলো দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বজুড়ে মানুষের কাছে মহাকাশের গল্প আরও সহজভাবে তুলে ধরা। ‘নাসা প্লাস’ ব্যবহারকারীদের ঘরে বসে সরাসরি উপভোগ করার সুযোগ দেবে:

রকেট উৎক্ষেপণের লাইভ কভারেজ

মহাকাশচারীদের স্পেসওয়াক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীর দৃশ্য

বিভিন্ন স্পেস মিশনের সরাসরি সম্প্রচার


নাসা প্লাস-এর মহাব্যবস্থাপক রেবেকা সিরমন্স বলেন, “১৯৫৮ সালের ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাক্ট’-এর মূল চেতনা অনুযায়ী, আমরা মহাকাশ অনুসন্ধানের কাহিনি সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা নিয়েছি।” তিনি আরও বলেন, “যাতে মানুষ নিজের মোবাইল বা সোফায় বসে থেকেই অনুপ্রাণিত হতে পারেন।”

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নেটফ্লিক্সের ৩০ কোটিরও বেশি ব্যবহারকারী এই কনটেন্ট দেখতে পাবেন। নাসা নিশ্চিত করেছে যে এই পরিষেবা কেবল যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না—বিশ্বের প্রতিটি কোণ থেকে দর্শকরা এতে অংশ নিতে পারবেন।

যদিও এই কনটেন্ট নেটফ্লিক্সে দেখা যাবে, তবু NASA+ অ্যাপ ও ওয়েবসাইটেও পূর্বের মতো সমস্ত কনটেন্ট বিনামূল্যে পাওয়া যাবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মহাকাশ গবেষণার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top