রাজ্য – আজ, বুধবার থেকে পরবর্তী পাঁচদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একটানা বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিলেছে গরমের তীব্রতা থেকে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে এসেছে পারদ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে প্রতিটি জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে—বিশেষত বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পরিস্থিতি আরও জটিল হতে পারে হুগলি, বীরভূম, মুর্শিদাবাদসহ একাধিক জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবারও পরিস্থিতি একইভাবে জটিল হয়ে উঠতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
