দিল্লি – দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি গুরুত্বপূর্ণ চিঠি লিখে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘মহারাজা অগ্রসেন রেলওয়ে স্টেশন’ করার দাবি জানিয়েছেন। তাঁর যুক্তি, মহারাজা অগ্রসেন ছিলেন সমাজসেবা, সমতা ও ন্যায়বোধের প্রতীক এবং তিনি চিরকাল মানবকল্যাণের পক্ষে কাজ করেছেন। এই নামকরণ দিল্লির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও সমৃদ্ধ করবে বলে তাঁর মত। চিঠিটি ১৯ জুন লেখা হলেও এর বিষয়বস্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী মনে করেন, দিল্লির মতো শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এমন ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে নামাঙ্কিত হওয়া উচিত, যাঁরা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছেন। বিজেপির দুই প্রবীণ নেতা এই প্রস্তাবকে সংস্কৃতি-কেন্দ্রিক বলেই দেখছেন এবং এর রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও জানান। যদিও এখনও পর্যন্ত রেল মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন দেশের অন্যতম ঐতিহাসিক স্টেশন, ফলে এই নামবদল বাস্তবায়িত হলে তা জাতীয় পর্যায়েই গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।
