ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের আপত্তি, ২০২৪-এর তালিকাই ভিত্তি করার দাবি

ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের আপত্তি, ২০২৪-এর তালিকাই ভিত্তি করার দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তৃণমূল কংগ্রেস মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যেন ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে অনুষ্ঠিত হয়। দলটি অভিযোগ করেছে, চলমান ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হচ্ছে। চম্পাহাটিতে সাড়ে ৪ হাজার ভুয়ো ভোটার এবং জলপাইগুড়ির রাজগঞ্জে ১৫০টি জাল ভোটারের উদাহরণ তুলে ধরে, কমিশনের কাছে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার দাবি জানানো হয়। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে দেখা করে ১২ পাতার একটি স্মারকলিপি জমা দেয়। এতে ভোটার তালিকার ভ্রান্তি, ইভিএম ব্যবহারে সমস্যা, সন্দেহজনক ভোটার বৃদ্ধি, ভুয়ো ও ডুপ্লিকেট ভোটার চিহ্নিতকরণ এবং কেন্দ্রীয় বাহিনীর সম্ভাব্য অপব্যবহারের মতো একাধিক ইস্যু উল্লেখ করা হয়েছে। দলটির বক্তব্য, বিহারের মতো পুরনো তালিকা যেন পশ্চিমবঙ্গেও ভোটের ভিত্তি না হয়—এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top