হাওড়া – হাওড়া পুরনিগমের চত্বরে বড়সড় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন কর্মীর। বুধবার সকালে একটি পোকায় আক্রান্ত গাছ আচমকাই ভেঙে পড়ে স্বাস্থ্য বিভাগের কর্মী উমেশ মাহাতো এবং নিরাপত্তাকর্মী নুর ইসলামের উপর, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহত হন আরও একজন নিরাপত্তাকর্মী, যাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন পুরনিগমের কর্মীরা। তাঁদের অভিযোগ, বহুদিন ধরেই গাছটিতে পোকা ধরেছিল এবং তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, অথচ বারবার জানানো সত্ত্বেও পুর কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছন হাওড়া পুরপ্রশাসকমণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী, তৃণমূল নেতা সুরজিৎ সাহা ও প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই। শৈলেশ রাই স্বীকার করেন, এটি বড়সড় দুর্ঘটনা এবং তিনি জানান, দুই জন কর্মী প্রাণ হারিয়েছেন, আহত একজনের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শী মহম্মদ হানিফ মণ্ডল জানান, তিনজন একসঙ্গে চেয়ারে বসে আড্ডা মারছিলেন, হঠাৎই গাছ ভেঙে পড়ে। পুরকর্মী মলয় সরকার বলেন, মাত্র কিছু ঘণ্টা আগেও সেখানে গল্প করছিলেন তাঁরা।
পুরনিগমের প্রাক্তন কর্মী শিবব্রত গঙ্গোপাধ্যায় জানান, বহুবার কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “অফিস টাইমে হলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত।” ঘটনার পর সুজয় চক্রবর্তী একে “অত্যন্ত মর্মান্তিক” বলে বর্ণনা করে জানান, মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ সমস্ত সহযোগিতা করা হবে। তবে পুর কর্তৃপক্ষের এই গাফিলতিতে প্রশ্ন উঠছে প্রশাসনিক দায়িত্ব নিয়ে। মৃত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে হাওড়া পুরনিগম।
