দেশ – কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, দেশে কোভিড-১৯ টিকাকরণ এবং আকস্মিক মৃত্যুর ঘটনার মধ্যে কোনও সরাসরি যোগসূত্র নেই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-এর গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে মন্ত্রক। তারা জানিয়েছে, একাধিক স্বাধীন সংস্থা এই বিষয়ে তদন্ত চালিয়ে নিশ্চিত করেছে যে, কোভিড টিকা যথেষ্ট নিরাপদ এবং কার্যকর। টিকাজনিত গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই বিরল এবং তা চিন্তার কারণ নয়।
বিশেষত ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে আকস্মিক ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনার উৎস খুঁজতে দুটি পৃথক গবেষণা পরিচালিত হয়েছে। এক গবেষণায় পরিষ্কার বলা হয়েছে, কোভিড টিকা নেওয়ার ফলে তরুণদের আকস্মিক মৃত্যুর ঝুঁকি কোনওভাবে বেড়ে যায় না। অপর একটি চলমান গবেষণার প্রাথমিক বিশ্লেষণেও দেখা গেছে, হৃদরোগই এই বয়সীদের মৃত্যুর প্রধান কারণ এবং সাম্প্রতিক বছরগুলিতে এই চিত্রে বড় কোনও পরিবর্তন আসেনি। গবেষকরা মনে করছেন, অধিকাংশ ক্ষেত্রেই জেনেটিক কারণই এই ধরনের মৃত্যুর পেছনে দায়ী। তাই টিকা নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানো একেবারেই অমূলক এবং ভিত্তিহীন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
