কলকাতা – চাকরি হারানো আন্দোলনরত শিক্ষক সুমন বিশ্বাসকে তলব করেছিল নর্থ বিধাননগর থানার পুলিশ। তাঁকে ১ জুলাই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, নোটিশটি হাতে পৌঁছায় দুপুর ৩টের দিকে। সুমন এরপর থানার আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি ২ জুলাই সকাল ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যে থানায় হাজির হবেন।
তবে থানায় উপস্থিত হয়ে সুমন সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে চাকরি চোর বলছি। নবান্ন থেকে টেনে নামাব।” তাঁর এই বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায়।
প্রসঙ্গত, সুমন বিশ্বাস দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি বিরোধী আন্দোলনের পরিচিত মুখ। এর আগেও একাধিকবার সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হয়েছেন তিনি। থানায় হাজিরা দিতে গিয়ে ফের তাঁর কড়া মন্তব্য নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
