বিনোদন – অঝোর বৃষ্টির দিনে কালো শাড়িতে উষ্ণতা ছড়ালেন টেলিভিশনের জনপ্রিয় মুখ তন্বী লাহা রায়। ব্যাকলেস ব্লাউজ, খোলা পিঠ ও কোমরে জলধারার বিন্দু—সেই দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা। রাতের অন্ধকারে ভেজা শরীরে কালো শাড়ি পরে একরাশ আবেদন ছড়ালেন এই খলনায়িকা, যিনি বর্তমানে অভিনয় করছেন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে।
মিঠাই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তন্বী। মিষ্টি মুখ ও শক্তিশালী অভিনয় তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। এবার তিনি নিজের ইনস্টাগ্রামে বৃষ্টিভেজা ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন, “বৃষ্টি পড়লে আমি শান্ত থাকতে পারি না, আমি শান্তি অনুভব করি, হাসি, নাচ করি। আমি হয় ছাতা শেয়ার করব, নয়তো নিজেকে ভিজিয়ে দেব।” তাঁর এই ক্যাপশন ও ছবি মুহূর্তে ভাইরাল হয়।
নেটদুনিয়ায় তাঁর চোখের চাহনি, মেদুর ভঙ্গি ও সাহসী উপস্থিতি প্রশংসিত হয়েছে সহকর্মী থেকে অনুরাগী সকলের কাছে। কেউ বলেছেন ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’, কেউ বা প্রশংসা করেছেন তাঁর আত্মবিশ্বাসের জন্য।
ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী হয়েছেন অভিনেত্রী। গত বছর মা-কে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ বছর মা-র প্রয়াণের বর্ষপূর্তিতে আবেগঘন চিঠিও পোস্ট করেন তন্বী। অন্যদিকে, টলি অভিনেতা রাজদীপ গুপ্তের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জনও একাধিকবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে তন্বী বা রাজদীপ কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
তবে এসব ছাপিয়ে এই মুহূর্তে বৃষ্টিভেজা তন্বীর মোহময়ী রূপই নেটিজেনদের মন কাড়ছে।
