ভাইরাল – মাঝ-আকাশে এক অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী থাকল পর্তুগালের উপকূল। গত ২৯ জুন আটলান্টিক মহাসাগরের দিক থেকে ধেয়ে আসা এক বিশাল মেঘপুঞ্জ উপকূলের আকাশ ঢেকে দেয়, যা দেখে উপস্থিত পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সমুদ্রের ঢেউয়ের মতো আকাশজোড়া এই মেঘের ঢেউ ‘মেঘের সুনামি’ নামেও পরিচিতি পায়। সাহসী পর্যটকেরা মোবাইল ক্যামেরায় সেই বিস্ময়কর দৃশ্য ধারণ করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তে ভাইরাল হয়।
ইতিমধ্যেই ইউরোপ জুড়ে শুরু হয়েছে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ, যার প্রভাবে পর্তুগালের আবহাওয়াও অস্বস্তিকর হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই যখন গরমে হাঁসফাঁস করছে মানুষ, তখন এই ‘মেঘের ঢেউ’ দৃশ্য যেন সকলকে চমকে দেয়। উপকূলের দিকে এগিয়ে আসা ঘন, কালো মেঘের দল হঠাৎ করেই প্রবল বাতাসের সৃষ্টি করে। ফলে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেউ কেউ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও প্রকাশ করেন।
তবে আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি একেবারেই স্বাভাবিক এবং বিপজ্জনক নয়। এই প্রাকৃতিক ঘটনার বৈজ্ঞানিক নাম ‘রোল ক্লাউড’। এটি একটি অনুভূমিকভাবে বিস্তৃত, নলাকার মেঘপুঞ্জ যা সাধারণত গরম ও শুষ্ক বাতাস সমুদ্রের ঠান্ডা ও আর্দ্র বাতাসের সংস্পর্শে এলে তৈরি হয়। মেঘের গঠন সুনামির ঢেউয়ের মতো হলেও এর সঙ্গে ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের কোনও সম্পর্ক নেই। বিজ্ঞানীরা সকলকে আশ্বস্ত করেছেন যে এই দৃশ্য শুধু প্রাকৃতিক সৌন্দর্যেরই প্রতিফলন, বিপদের কোনো ইঙ্গিত নয়।
