কলকাতা – বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবার তাঁর উপর একাধিকবার আটক ও হামলার ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ জানালেন যে, তাঁর মৌলিক ও গণতান্ত্রিক অধিকার বারবার লঙ্ঘিত হয়েছে।
সুকান্ত বলেন, “গত মাসে আমাকে তিনবার বিনা কারণে আটক করা হয়েছে। ১২ জুন কালীঘাটে, ২০ জুন এক ব্যক্তির বাড়ি যাওয়ার পথে এবং ২৮ জুন গণতান্ত্রিক আন্দোলনের সময় আমাকে আটক করা হয়। একজন সাধারণ নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এটি আমার মৌলিক অধিকারের পরিপন্থী।”
তিনি আরও জানান, বজবজে হামলার ঘটনার পর থেকেই বারবার প্রশাসনিক হস্তক্ষেপের শিকার হচ্ছেন তিনি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার হাইকোর্টে মামলা করে বিচার চাইলেন রাজ্য বিজেপি সভাপতি।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করতে ইচ্ছাকৃতভাবে এই ধরনের দমননীতি গ্রহণ করছে শাসক দল। রাজনৈতিক মহলে এই মামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
