পূর্ব বর্ধমান -;বুধবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হল পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত ক্ষেমতা গ্রামে। সকাল ৭টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তল্লাশি অভিযান চালায় স্থানীয় বাসিন্দা জিন্নার আলীর বাড়িতে। সূত্রের খবর, আর্থিক দুর্নীতির তদন্তেই এই অভিযান।
নিজেকে এন্টি ট্রাফিক ইন কমিটির চেয়ারপার্সন বলে দাবি করা জিন্নার আলীর বাড়িতে হানা দিতে সকালেই হাজির হয় ইডির ৫–৬ জন আধিকারিক, সঙ্গে ছিলেন প্রায় ১০ থেকে ১২ জন সিআরপিএফ জওয়ান। বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে থাকে গোটা এলাকা, ফলে তৈরি হয় তীব্র কৌতূহল ও উত্তেজনা।
যদিও ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে, বেআইনি আর্থিক লেনদেন কিংবা অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগেই এই অভিযান।
এখন সকলের দৃষ্টি ইডির পরবর্তী পদক্ষেপ এবং সরকারি তরফে আসা বিবৃতির দিকে। তদন্তের প্রেক্ষিতে জিন্নার আলীর ভূমিকা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
