অফবিট- বর্তমানে ল্যাপটপের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে এর বহনযোগ্যতা ও যেকোনো স্থান থেকে কাজ করার সুবিধার জন্য। অনেক ব্যবহারকারী ল্যাপটপ চার্জে রেখে কাজ করেন, তবে এই অভ্যাস কতটা নিরাপদ, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। সাধারণভাবে মোবাইল ফোন চার্জিংয়ের সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঝুঁকি থাকে। তবে ল্যাপটপের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন।
চার্জ করার সময় ভারী কাজ করলে যেমন গেমিং বা ভিডিও এডিটিং, তখন ল্যাপটপ অতিরিক্ত গরম হতে পারে, যা ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যদিও আধুনিক ল্যাপটপে তাপ নিয়ন্ত্রণ ও অতিরিক্ত চার্জ থেকে রক্ষার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, তবুও দীর্ঘসময় চার্জে রাখলে ব্যাটারির চার্জ ধারণক্ষমতা সামান্য কমে যেতে পারে।
ব্যাটারির আয়ু মূলত নির্ভর করে চার্জিং-ডিসচার্জিং সাইকেলের উপর। তাই ল্যাপটপের চার্জ একেবারে শেষ না করে মাঝপথেই চার্জ দেওয়ার অভ্যাস গড়ে তোলাই ভালো। সব মিলিয়ে বলা যায়, চার্জে রেখে ল্যাপটপ ব্যবহার ক্ষতিকর নয়, তবে নিয়ম মেনে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
