রাজ্য – মঙ্গলবার বিজেপি আটটি রাজ্যে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। হিমাচল প্রদেশে রাজীব বিন্দাল ও উত্তরাখণ্ডে মহেন্দ্র ভাট আগের মতোই দায়িত্বে বহাল থাকছেন। নতুন সভাপতি হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনিল তিওয়ারি, মহারাষ্ট্রে রবীন্দ্র চ্যবন, মিজোরামে ডাঃ কে বেইচুয়া, তেলেঙ্গানায় এন রামচন্দ্র রাও, পদুচেরিতে ভি পি রামালিঙ্গম, এবং অন্ধ্রপ্রদেশে পিভিএন মহাদেব দায়িত্ব পেলেন।
এদিকে পশ্চিমবঙ্গ বিজেপি এখনও নতুন সভাপতির নাম ঘোষণা করেনি। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং সন্ধ্যায় স্ক্রুটিনির পর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
