৭২ ঘণ্টার ‘প্রাইম ডে ২০২৫’: স্মার্টফোন থেকে ফ্রিজ—সবকিছুর ওপর বিপুল ছাড় অ্যামাজনে

৭২ ঘণ্টার ‘প্রাইম ডে ২০২৫’: স্মার্টফোন থেকে ফ্রিজ—সবকিছুর ওপর বিপুল ছাড় অ্যামাজনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অফবিট- অ্যামাজন ইন্ডিয়া ২০২৫ সালের তাদের বার্ষিক মেগা সেল ‘প্রাইম ডে’-র ঘোষণা করেছে। এই বছর এই জনপ্রিয় শপিং ইভেন্ট ১২ জুলাই মধ্যরাত থেকে শুরু হয়ে চলবে ১৪ জুলাই রাত ১১:৫৯ পর্যন্ত—অর্থাৎ এবারই প্রথমবার ভারতে ৭২ ঘণ্টার জন্য এই সেল চালু হচ্ছে। শুধুমাত্র অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য নির্ধারিত এই ইভেন্টে থাকছে নানা আকর্ষণীয় অফার, নতুন পণ্যের লঞ্চ এবং একাধিক ব্যাঙ্ক অফার।

এই প্রাইম ডে-তে প্রায় ৪০০-র বেশি ব্র্যান্ডের প্রোডাক্টে বিশেষ ছাড় দেওয়া হবে। iPhone 15, Samsung Galaxy S24 Ultra-এর মতো প্রিমিয়াম স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। পাশাপাশি HP, Dell, Lenovo, Xiaomi-এর ল্যাপটপ এবং ট্যাবলেটেও থাকবে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। LG, Sony, Samsung-এর টিভি ও হোম অ্যাপ্লায়েন্সেও ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ ও কুপনের সুবিধা।

ব্যাঙ্ক অফার হিসেবে ICICI ও SBI ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। নো-কস্ট EMI, এক্সচেঞ্জ বোনাস এবং কুপনের মাধ্যমে অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ থাকছে। শুধু কেনাকাটা নয়, বিনোদনের দিক থেকেও চমক আছে—প্রাইম ভিডিও-তে ১৭টি নতুন সিরিজ ও সিনেমা মুক্তি পাবে এই সময়।

যাঁরা এখনও প্রাইম মেম্বার হননি, তাঁদের জন্য রয়েছে তিনটি সদস্যপদ বিকল্প: ₹১,৪৯৯ টাকায় বার্ষিক প্রাইম, ₹৭৯৯ টাকায় প্রাইম লাইট, এবং ₹৩৯৯ টাকায় প্রাইম শপিং এডিশন। উইশলিস্ট তৈরি করে ও পেমেন্ট অপশন আগে থেকে প্রস্তুত রাখলে, সেরা ডিল পাওয়া অনেক সহজ হবে বলে জানিয়েছে সংস্থা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top