রাজ্য – আগামী শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত হতে চলেছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব উল্টোরথ। তার ঠিক পরদিনই রয়েছে মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মহরম। এর তিন দিন পরেই শুরু হবে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। এই তিন ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই বুধবার (২ জুলাই) নবান্নে রাজ্যের উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক মন্ত্রী ও পদস্থ আধিকারিক। সূত্রের খবর অনুযায়ী, দিঘার জগন্নাথ মন্দিরে উল্টোরথ উপলক্ষে যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে পাঁচজন মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্টোরথের দিন ব্রিগেডে ইসকনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজেই।
ভিড়ের কারণে যাতে দুর্ঘটনা না ঘটে, পদপিষ্টের মতন অবাঞ্ছিত পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি, ভিন জেলা ও ভিন রাজ্য থেকে আগত ভক্তদের জন্য সহায়তা শিবির খোলার নির্দেশও দেওয়া হয়েছে।
মহরম উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি হতে পারে এমন কোনও গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দাদের মাধ্যমে সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারির কথাও জানান মুখ্যমন্ত্রী।
১০ জুলাই থেকে শুরু হতে চলা শ্রাবণী মেলা উপলক্ষেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তারকেশ্বরে যাত্রাপথে ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ও ডিজিকে।
