হাওড়া – হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় বৃহস্পতিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কাজ চলাকালীন হঠাৎ করেই আগুন লেগে যায় গোটা কারখানায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চতুর্দিকে।
দমকল সূত্রে জানা গেছে, খবর পেয়েই ঘটনাস্থলে চারটি ইঞ্জিন পাঠানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আরও কিছু ইঞ্জিন ঘটনাস্থলে রওনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
যদিও এখনো পর্যন্ত কেউ কারখানার ভিতরে আটকে পড়েছেন কিনা, সেই বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারহিটেড মেশিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
দমকল আধিকারিকরা জানান, আগুনের তীব্রতা বেশি হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারখানার আশপাশের মানুষজনকে সতর্ক করা হয়েছে।
