মালদা- মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের শংকরটোলা ঘাট সংলগ্ন ফুলহর নদীর পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে নদী সংলগ্ন প্রায় ৬০০ মিটার এলাকাজুড়ে ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও জমির বিশাল অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, ভাঙনের এই স্থান থেকে প্রাণরক্ষা বাঁধের দূরত্ব মাত্র ৫০ মিটার, আর বাঁধের গা ঘেঁষেই রয়েছে জনবহুল পাঠানাপাড়া গ্রাম। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ব্যবস্থা না নিলে বর্ষার সময় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হতে পারে মথুরাপুর ও আশপাশের ২০-২৫টি গ্রাম।
স্থানীয় বাসিন্দা শেখ আনেশউদ্দিন বলেন, “এই ভাবে ভাঙন চলতে থাকলে বাঁধ ভেঙে বড়সড় বন্যা দেখা দেবে। শুধু পাঠানাপাড়া নয়, গোটা মানিকচক অঞ্চল জলমগ্ন হয়ে পড়বে। অতীতেও একই ভাঙন হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফে কোনও স্থায়ী কাজ হয়নি।”
আরেক বাসিন্দা শেখ সানাউল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত বছর সেচ দপ্তরের আধিকারিকরা মাপজোক করলেও কোনও কাজ করেননি। আজকের এই পরিস্থিতির জন্য তাঁদেরই অবহেলা দায়ী। এবারও যদি ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
এদিকে, জেলা সেচ দপ্তরের এক আধিকারিক আশ্বাস দিয়েছেন যে ভাঙন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বর্ষা শুরু হয়ে যাওয়ার মুখে ভাঙন প্রতিরোধের কাজ এখনও শুরু না হওয়ায় স্থানীয়দের উদ্বেগ বেড়েই চলেছে।
