পূর্ব বর্ধমান – বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের মাঠে প্রাতঃভ্রমণে দেখা গেল বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-কে। সকালের শান্ত পরিবেশে হাঁটা সেরে তিনি পৌঁছে যান চণ্ডীদাস মার্কেটের একটি চা দোকানে, যেখানে আয়োজন ছিল রুটিন ‘চা চক্র’-এর।
এদিন বৃষ্টির কারণে দোকানের সামনের সেটে এই চা চক্র অনুষ্ঠিত হয়। তবে সবথেকে চমকপ্রদ দৃশ্য ছিল দিলীপ ঘোষের হাতে ধরা ডুগডুগি। সেটি নিয়ে ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, অনেকেই এই নতুন রূপে নেতাকে দেখে কৌতূহল প্রকাশ করেন।
চা চক্রে স্থানীয়দের সঙ্গে কথাবার্তার পর দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয় ও দলীয় কর্মসূচি নিয়ে মতামত জানান।
দিলীপ ঘোষের এই সফর এবং ডুগডুগি হাতে তাঁর উপস্থিতি দুর্গাপুরবাসীর মধ্যে এক বিশেষ আলোচনার জন্ম দিয়েছে—অনেকে তা ব্যঙ্গ হিসেবে দেখলেও, সমর্থকরা এটিকে তাঁর স্বভাবসিদ্ধ সরলতা ও জনসংযোগের কৌশল বলেই মনে করছেন।
