নতুন প্রেমে দেবচন্দ্রিমা? সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পুরুষের সঙ্গে ছুটিতে অভিনেত্রী!

নতুন প্রেমে দেবচন্দ্রিমা? সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পুরুষের সঙ্গে ছুটিতে অভিনেত্রী!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – টেলিভিশন ও ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায় আবারও শিরোনামে। পেশাগত ব্যস্ততার ফাঁকে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। তবে এবার আর একা নন, সঙ্গে রয়েছেন একজন বিশেষ ব্যক্তি, যার ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন সম্পর্কের জল্পনা।

সম্প্রতি দেবচন্দ্রিমা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একাধিক ছবি। এয়ারপোর্ট লুকস সহ ভ্রমণ শুরুর মুহূর্তগুলি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। প্রথম ছবিতে ডেনিম ও বিস্কুট রঙের টপে ক্যাজুয়াল লুকে দেখা যায় অভিনেত্রীকে। ক্যাপশনে লেখেন, “সফর শুরু হল।”

এরপরই একটি চমকপ্রদ ছবি পোস্ট করেন তিনি, যেখানে দুটি হাতে ধরা রয়েছে পাসপোর্ট ও বোর্ডিং পাস। একটি তাঁর, অন্যটি এক অজানা পুরুষের। সবুজ শার্ট ও কালো ঘড়ি পরা সেই ব্যক্তি কে? দেবচন্দ্রিমা অবশ্য মুখ দেখাননি, তবে লেখেন, “নতুন আকাশকে স্বাগত জানাতে চলেছি, যেখানে মন হালকা হবে, আত্মা স্বাধীন থাকবে, আর সময় ধীরে এগোবে।”

এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে তীব্র গুঞ্জন—তবে কি নতুন সম্পর্কে রয়েছেন দেবচন্দ্রিমা? অতীতে সায়ন্ত মোদকের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। কিছুদিন আগে প্রাক্তনকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেও শিরোনামে ছিলেন তিনি।

সম্প্রতি ঘিবলি আর্ট ট্রেন্ডে অংশ নিয়ে অভিনেত্রী আরও ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেন। ছবিগুলির মধ্যে ছিল একটি অ্যানিমেটেড যুগলের মুখোমুখি দাঁড়ানো দৃশ্য, একটি পুরুষের কুকুরদের সঙ্গে শুয়ে থাকা মুহূর্ত, ও অভিনেত্রীর নিজস্ব অ্যানিমেটেড অবতার। ক্যাপশনে লেখেন, “ঘিবলি না বুঝেই সাহায্য করল মন খুলে পোস্ট করতে… ইফ ইউ নো, ইউ নো।”

এই মন্তব্য ও ছবিগুলির মাধ্যমে অনেকেই মনে করছেন দেবচন্দ্রিমা যেন নিজের মনের মানুষকে ধীরে ধীরে সামনে আনছেন—তবে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা নয়।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভক্তদের কৌতূহল তুঙ্গে। রহস্যময় পুরুষটি কে—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। তবে অভিনেত্রী এখনই সব প্রকাশ্যে আনতে রাজি নন বলেই ইঙ্গিত দিচ্ছেন তাঁর পোস্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top