দেশ – কংগ্রেসের সঙ্গে জোট কার্যত ভেঙে ফেলার বার্তা দিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গুজরাট সফরে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, লোকসভা নির্বাচনের বাইরেও আর কোনও জোট নয়, ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’ কেবলমাত্র লোকসভা নির্বাচনের সীমিত উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
কেজরিওয়ালের বক্তব্য, “বিশাওয়াদায় কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়েছে। আমাদের ভোট কাটতে চেয়েছিল, যা বিজেপির ইশারায় হয়েছে। এই অবস্থায় আর কোনও জোট সম্ভব নয়।”
২০২৯ সালের সম্ভাব্য লোকসভা নির্বাচন নিয়েও প্রশ্ন করা হলে কেজরিওয়াল বলেন, “২০২৯ অনেক দূরের বিষয় বন্ধু। এখন মূল লক্ষ্য গুজরাটে বিজেপিকে টক্কর দেওয়া।”
তিনি জানান, “গুজরাটে বিজেপি বারবার জেতে কারণ মানুষ কংগ্রেসে ভরসা রাখতে পারছে না। বিকল্প হিসেবে কেউ ছিল না। এখন আম আদমি পার্টিকেই বিকল্প হিসেবে দেখছেন মানুষ। তাই পরিবর্তনের সময় এসেছে।”
এই ঘোষণার ফলে ভবিষ্যতের বিরোধী রাজনীতিতে আপ ও কংগ্রেসের সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাজ্য রাজনীতিতে আপ-এর আক্রমণাত্মক অবস্থান এবং বিজেপি বিরোধী মহাজোটের ভবিষ্যৎ রণকৌশল ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
