বড় পরিসরে ফের কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট

বড় পরিসরে ফের কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিশ্ব – বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাই করতে চলেছে বলে জানা গেছে। চলতি বছর ইতোমধ্যেই প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার আরও প্রায় ৯ হাজার ১০০ কর্মী চাকরি হারাতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, এটি মাইক্রোসফটের মোট কর্মীর প্রায় চার শতাংশ। ২০২৩ সালের পর এটিই হতে চলেছে সংস্থাটির সবচেয়ে বড় ছাঁটাই পর্ব।

তবে ছাঁটাই সংক্রান্ত এই তথ্য নিয়ে এখনো পর্যন্ত মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যদিও অভ্যন্তরীণ সূত্রের দাবি, এই ছাঁটাই প্রক্রিয়া মূলত মাইক্রোসফটের বিক্রয় বিভাগ বা সেলস টিমের ওপরই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। ফলে এই বিভাগে কাজ করা বহু কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে মাইক্রোসফটের বিশ্বব্যাপী কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ২৪ হাজার। এর আগে ২০২২ সালে দু’দফায় এবং ২০২৩ সালে একবার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। করোনার পরবর্তী সময়ে যেখানে প্রযুক্তি খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, সেখানে একের পর এক এই ছাঁটাই কর্মীদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top