মাত্র ৩৭ সেকেন্ডেই হ্যাক হতে পারে আপনার পাসওয়ার্ড, জানুন কীভাবে সুরক্ষিত থাকবেন

মাত্র ৩৭ সেকেন্ডেই হ্যাক হতে পারে আপনার পাসওয়ার্ড, জানুন কীভাবে সুরক্ষিত থাকবেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



অফবিট – বর্তমানে ইন্টারনেটের যুগে অনলাইন অ্যাকাউন্ট এবং ডিভাইস সুরক্ষিত রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। সাইবার আক্রমণের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে পাসওয়ার্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকাররা মাত্র ৩৭ সেকেন্ডেই অ্যাকাউন্ট হ্যাক করতে পারে।

আইটি ফার্ম হাইভ সিস্টেমের প্রতিবেদনে জানানো হয়েছে, ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড ভাঙতে একজন হ্যাকার মাত্র কয়েক সেকেন্ডের মতো সময় নেন। এতে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় হ্যাকাররা এই তথ্য দিয়ে টাকা আদায় করছে, অথবা তা ডার্ক ওয়েবে বিক্রি করছে।

গবেষণায় দেখা গেছে, ‘১২৩৪’, ‘১১১১’, ‘৬৯৬৯’ বা ‘২০০০’–এর মতো সহজ পাসওয়ার্ডগুলোই সবচেয়ে দ্রুত হ্যাক হয়। এমনকি ২০২০ সালে ‘১২৩৪৫৬’ ছিল বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত পাসওয়ার্ড, যা প্রায় ২৩ মিলিয়ন মানুষ ব্যবহার করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, নিয়মিত তা পরিবর্তন করা এবং সহজে অনুমানযোগ্য প্যাটার্ন এড়ানো–এই কয়েকটি অভ্যাসেই অনলাইনে সুরক্ষিত থাকা সম্ভব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top