রাজ্য – বৃষ্টিপাত থেকে এখনই রেহাই মিলছে না রাজ্যবাসীর। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলিতে। শনিবারও এই জেলাগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং আরও কিছু জেলা।
রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই মহানগরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একইরকম পূর্বাভাস। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার তা বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। রবিবার জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
