কোচবিহার – বৃহস্পতিবার রাতে কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে গুলিবিদ্ধ হন। দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের হামলার শিকার হন তিনি। চার চাকার একটি কালো গাড়িতে করে এসে দুষ্কৃতীরা রাজু দে-র উপর গুলি চালায়। তাঁর ডান হাতে গুলি লাগে বলে জানা গেছে।
তড়িঘড়ি তাঁকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
