মন্তেশ্বরে নিজের গাড়িতে হামলার অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর, দল ছাড়ার হুঁশিয়ারি

মন্তেশ্বরে নিজের গাড়িতে হামলার অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর, দল ছাড়ার হুঁশিয়ারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান – মন্তেশ্বরে নিজের গাড়িতে হামলার অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার এই ঘটনায় তিনি নিজেও আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, হামলার পেছনে নিজ দলেরই একাংশ কর্মী জড়িত। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

মন্ত্রী আরও অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই হামলা হয়, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি তিনি সতর্ক করে দেন, যদি দল কোনো ব্যবস্থা না নেয়, তবে তিনি দল ছাড়তে বাধ্য হবেন এবং ১০ জুলাই কলকাতায় ‘মহামিছিল’ করবেন।

সিদ্দিকুল্লা চৌধুরীর দাবি, হামলার পেছনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ জড়িত। অন্যদিকে, ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, মন্ত্রী গত চার বছর ধরে এলাকায় আসেননি, এবং তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top