বিদেশ – নিম্ন জন্মহারের সংকটে জর্জরিত চীন এবার সন্তান জন্মে দম্পতিদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন প্রকল্প অনুযায়ী, সন্তান জন্ম দিলে প্রতি বছর পরিবারগুলোকে ৩,৬০০ ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ৭৮,৪৮৪ টাকা) করে প্রদান করা হবে। এই সহায়তা চলবে সন্তানের তিন বছর বয়স পর্যন্ত।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানায়, চীনের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৪১ কোটি হলেও, ২০২৩ সালে দেশটি জনসংখ্যার নিরিখে প্রথম স্থান হারিয়ে ভারতের পেছনে পড়ে যায়।
উল্লেখ্য, ১৯৮০-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘এক সন্তান নীতি’ চালু করেছিল বেইজিং। তবে ক্রমহ্রাসমান জন্মহারের ফলে ২০১৬ সালে ‘দুই সন্তান নীতি’ এবং ২০২১ সালে ‘তিন সন্তান নীতি’ চালু করা হয়। কিন্তু এসব উদ্যোগ সত্ত্বেও ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিন বছর চীনকে রেকর্ড-নিম্ন জন্মহারের মুখোমুখি হতে হয়েছে।
জাতিসংঘের এক পূর্বাভাস অনুযায়ী, জন্মহার না বাড়লে ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা ১৩০ কোটিতে এবং ২১০০ সালের মধ্যে তা ৮০ কোটিতে নেমে আসতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আর্থিক প্রণোদনা দিয়ে চীন হয়তো কিছুটা জন্মহার বাড়াতে পারবে, তবে দীর্ঘমেয়াদে এই নীতির প্রভাব সময়ই বলে দেবে।
