খেলা – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মহিলাদের টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ইংল্যান্ড। ১২ জুন শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যেখানে মোট ১২টি দল অংশ নেবে এবং খেলা হবে ৩৩টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এদিকে ভারতীয় নারী দল তাদের প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে, ১৪ জুন।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে ছয়টি করে দল। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি দল গ্লোবাল কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে আসবে এবং তারা গ্রুপ এ-তে যুক্ত হবে। অপরদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এখানেও বাকি দুটি দল নির্ধারিত হবে কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে।
বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপে প্রতিটি দলের প্রস্তুতি, ব্যাট-বলের টক্কর এবং দীর্ঘ প্রতীক্ষার পর ভারত-পাকিস্তান ম্যাচ যেমন উত্তেজনা সৃষ্টি করবে, তেমনই গ্লোবাল কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলগুলোর পারফরম্যান্সও নজর কাড়বে। ইংল্যান্ডের মাটিতে মহিলাদের এই বিশ্বমঞ্চ তাই অনিশ্চয়তা, রোমাঞ্চ এবং ক্রিকেটীয় নৈপুণ্যে ভরপুর হতে চলেছে।
