মহিলাদের টি২০ বিশ্বকাপ ২০২৬: সূচি প্রকাশ, ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু টুর্নামেন্ট

মহিলাদের টি২০ বিশ্বকাপ ২০২৬: সূচি প্রকাশ, ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু টুর্নামেন্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মহিলাদের টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ইংল্যান্ড। ১২ জুন শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যেখানে মোট ১২টি দল অংশ নেবে এবং খেলা হবে ৩৩টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এদিকে ভারতীয় নারী দল তাদের প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে, ১৪ জুন।

বিশ্বকাপে অংশগ্রহণকারী ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে ছয়টি করে দল। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি দল গ্লোবাল কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে আসবে এবং তারা গ্রুপ এ-তে যুক্ত হবে। অপরদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। এখানেও বাকি দুটি দল নির্ধারিত হবে কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে।

বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপে প্রতিটি দলের প্রস্তুতি, ব্যাট-বলের টক্কর এবং দীর্ঘ প্রতীক্ষার পর ভারত-পাকিস্তান ম্যাচ যেমন উত্তেজনা সৃষ্টি করবে, তেমনই গ্লোবাল কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলগুলোর পারফরম্যান্সও নজর কাড়বে। ইংল্যান্ডের মাটিতে মহিলাদের এই বিশ্বমঞ্চ তাই অনিশ্চয়তা, রোমাঞ্চ এবং ক্রিকেটীয় নৈপুণ্যে ভরপুর হতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top