কালো মনোকিনিতে সাহসী মিরর সেলফি, বডি শেমিংয়ের বিরুদ্ধে কড়া জবাব আয়েন্দ্রীর

কালো মনোকিনিতে সাহসী মিরর সেলফি, বডি শেমিংয়ের বিরুদ্ধে কড়া জবাব আয়েন্দ্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টেলিভিশনের জনপ্রিয় মুখ আয়েন্দ্রী রায় আবারও শিরোনামে। ‘নিম ফুলের মধু’ থেকে ‘ফুলকি’—একাধিক ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন তিনি। তবে সম্প্রতি অভিনয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন ও শারীরিক গঠন নিয়ে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, বডি শেমিং, এমনকি নানা ধরনের কুরুচিকর মন্তব্যে জর্জরিত হয়েছেন অভিনেত্রী। এবার সমস্ত সমালোচনার জবাব একসাথে দিলেন সাহসিকতায়।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আয়েন্দ্রী দুটি ছবি পোস্ট করেন। কালো রঙের মনোকিনি পরে আয়নার সামনে দাঁড়িয়ে তোলা সেই মিরর সেলফি মুহূর্তে ভাইরাল হয়। ছবির ক্যাপশনে লেখেন, “কয়েক মাস ধরে নেতিবাচক মন্তব্য সহ্য করার পর, অবশেষে ফিরে এলাম নিজের পুরনো অবস্থায়, পুরনো ফিগারে। বিষণ্ণতার সময়ে ওজন বেড়েছিল (যা খুবই স্বাভাবিক)। অনেকে বলেছিলেন, আমি নাকি কোনো নেশায় আসক্ত! এমনকি এই কারণে কাজও পাচ্ছি না—এই গুজবও রটেছিল। আজ আমি গর্বের সঙ্গে জানাতে চাই, আমি ৯.৫৮ কেজি ওজন ঝরিয়ে আবার ফিট হয়ে উঠেছি।”

আয়েন্দ্রীর এই সাহসী পোস্টে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সমাজের শরীর নিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। অভিনেত্রীর বক্তব্য, বিষণ্ণতা বা মানসিক চাপের ফলে ওজন ওঠানামা করা অস্বাভাবিক নয়। কিন্তু মানুষ তা নিয়ে যেভাবে বিদ্রুপ করে, তা মানসিকভাবে অনেক বেশি ক্ষতি করে দেয়।

এদিকে কিছুদিন আগেই তাঁর ও অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও শুরু হয় নানা জল্পনা। অনেকেই ভেবেছিলেন তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু আয়েন্দ্রী সোশ্যাল মিডিয়ায় একটি যুগল ছবি পোস্ট করে জানান, তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই। গত দুই বছর ধরে তাঁরা প্রেম করছেন এবং এই বছরই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

সব মিলিয়ে একদিকে যেমন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্বচ্ছতা এনেছেন আয়েন্দ্রী, তেমনই বডি শেমিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে তিনি এক সাহসী বার্তা দিয়েছেন—নিজেকে ভালোবাসাই শেষ পর্যন্ত আসল শক্তি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top